ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বন্যায় বাড়িঘর লণ্ডভণ্ড

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মালয়েশিয়ায় বন্যায় বাড়িঘর লণ্ডভণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্যা কবলিত কেলান্তান থেকে ফিরে: চারপাশে ধ্বংসস্তুপ। লণ্ডভণ্ড বাড়িঘর।

কোথাও জনমানুষের অস্তিত্ব নেই। নেই আগের সেই মনোমুদ্ধকর সৌন্দর্য্যও। আছে শুধু ধ্বংসস্তুপে পরিণত হওয়া কেলান্তান।

গত ২০ বছরের মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে পরিদর্শনে দেখা গেছে এমন চিত্র।

শুধু কেলান্তান নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেরেঙ্গানু পানাগ, জোহর, পেরাক, নেগারি সেম্বিলান, কেলাতান, কইলা কেরাং-এর মতো মালয়েশিয়ার আটটি রাজ্য। পানিবন্দী হয়েছে লক্ষাধিক মানুষ। বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।

সারা দেশে জরুরি অবস্থা জারি এবং নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও ত্রাণ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

স্থানীয়রা ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্গত অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছেন না। এতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বন্যা কবলিতরা।

সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বিশুদ্ধ পানির জন্য হাহাকার। কেলান্তানের স্থানীয়রা বাংলানিউজকে জানান, গত ২০ বছরেও এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি মালয়েশিয়ানরা।

এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি। কুয়ালালামপুর থেকে বাংলাদেশের সেচ্ছাসেবক একটি দল ছুটে যান কেলান্তানে বন্যা কবলিত মানুষের সহায়তায়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ