কুয়ালালামপুর: প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়ে এমনিতেই বিধ্বস্ত হয়ে আছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। তারওপর এবার উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানটির ওপর কোপ দিয়েছে হ্যাকাররা।
‘সাইবার খলিফা’ নামে একদল হ্যাকার এই হ্যাকিংয়ের দাবি করেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওয়েবসাইট হ্যাকারদের কবলে রয়েছে।
হ্যাকাররা প্রথমে ওয়েবসাইটে তাদের টুইটার অ্যাকাউন্ট প্রকাশ করে। পরে ওয়েবসাইটে লিখে দেওয়া হয় ‘প্লেন নট ফাউন্ড’ বা ‘উড়োজাহাজ নিখোঁজ’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়েবসাইট পুনরুদ্ধারের জন্য উঠেপড়ে লেগেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সংশ্লিষ্ট বিভাগে কয়েকবার ফোন করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এমএইচ৩৭০ ও এমএইচ১৭ ফ্লাইট দুর্ঘটনার মধ্য দিয়ে দুঃসহ ২০১৪ সাল কাটানোর পর ২০১৫ সালের শুরুতেই এতো বড় ধাক্কা খেল বর্তমান সময়ে আলোচিত উড়োজাহাজ পরিচালনা সংস্থাটি। এমএইচ১৭ ইউক্রেনে বিধ্বস্ত হলেও এমএইচ৩৭০’র কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫