ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

কোকোর মরদেহের সঙ্গে আসছেন যারা

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, জানুয়ারি ২৬, ২০১৫
কোকোর মরদেহের সঙ্গে আসছেন যারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মালয়েশিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি (এমএইচ ১০২) ফ্লাইটে ঢাকা পৌঁছাবে।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় মালয়েশিয়া বিমান বন্দরের হিমাগারে এনে রাখা হয় কোকোর মরদেহ।

দেশে পাঠানোর সব প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

কোকোর মরদেহের সঙ্গে থাকছেন তার স্ত্রী সায়েদ শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ও খালেদা জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার।

আরও থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক ‍আলী ফালু, কোকোর নিকটাত্মীয় এস এম হাসান রাজা ছাড়াও মালয়েশিয়া বিএনপির মোহাম্মদ শহীদ উল্লাহ শহীদ, মাহবুব আলম শাহ, মোহাম্মদ তালহা মাহমুদ, মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ