মালয়েশিয়া: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কার্যালয়ে খাবার প্রবেশে বাধা এবং ‘ক্রসফায়ার’-এর নামে মানুষ হত্যার প্রতিবাদে অনশন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত পরিষদের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
মালয়েশিয়া বিএনপি প্রতিষ্ঠাতা ডক্টর আহমেদ বোরহান মাগরিবের আজানের সময় অনশনরত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
পরে সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান শিশিরের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর আহমেদ বোরহান, ব্যবসায়ী ও বিএনপি নেতা এস এম নিপু, এস এম জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রতন প্রমুখ।
সমাবেশে বক্তরা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে ফের নির্বাচন দেওয়ার দাবি জানান।
সম্প্রতি, বিএনপি নেত্রীর প্রতি সরকারের আচরণকে বর্বর, ন্যাক্কারজনক ও মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান তারা।
অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এস কে ফয়েজ, বাদল, সৈকত, শাহীন, মহসীন, সোয়েম, সুজন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫