কুয়ালালমপুর : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি মালয়েশিয়া শাখা।
শুক্রবার (০৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
মাজু দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম।
জহিরুল ইসলামের সঞ্চালনায় কোকোর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আরাফাত রহমান স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন।
আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন, ড. এম কে রহমান আরিফ, মো. কাজী সালাহ উদ্দিন, মো. বিপ্লব ও বিএনপি নেতা মো. সবুজ শিকদার প্রমুখ।
এসময় উপস্থিত আব্দুল আজিজ, কামাল উদ্দিন রানা, মো. মিন্টু, বিএনপি নেতা মো. ফারুক, মান্নান, রিয়াজ, মো. আব্দুল মান্নান, যুবদল যুগ্ম- সম্পাদক মো. রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী সোহেল মাহমুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোতারায়া বাংলা মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি তার লাশ বাংলাদেশে আনা হয়। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।
মোনাজাতে কোকোর রূহের মাগফেরাত কামনার পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫