ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় মঠবাড়িয়ার পৌর মেয়রকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, মার্চ ২৭, ২০১৫
মালয়েশিয়ায় মঠবাড়িয়ার পৌর মেয়রকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা।

বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় সেনতুলে ডায়নামিক হলে তাকে সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে মঠবাড়িয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, জঙ্গিবাদ এখন দেশের একটি জাতীয় সমস্যা। স্বাধীনতা বিরোধী জামায়াত ও আল-কায়েদা একই সূত্রে গাঁথা। এরা দেশ, জাতি, মানবতা ও ধর্মের শত্রু। এদের কারণে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

দেশের উন্নয়নে জামায়াত-বিএনপির বিরুদ্ধে এখনই সরকারকে কঠোর হতে হবে নইলে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন, মো. মহসীন, মো. আখতার হোসেন, বশির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ