ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

স্যান্ডি আমার বন্ধু হতে পারতো । অমিয় দত্ত ভৌমিক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২২, ২০১৫

ব্ল্যাক স্যান্ডি আমার বন্ধু হতে পারতো
সুঠাম দেহের অধিকারী সহজ সরল
ক্ষূরধার গলা স্যান্ডির।

যদিও আমার ঠিক উল্টো
তবে, অন্তত বন্ধুত্বের ক্ষেত্রে
মানিয়ে নিলে এটা কোনো সমস্যা নয়।



স্যান্ডি খুবই দূরন্ত প্রকৃতির হলেও
সে প্রাণবন্ত ও বন্ধুবৎসল।
সহজেই মিশে যায় যে কারও সাথে।
ও যদি আমার বন্ধু হতো,
তাহলে ওকে আমি বিএস বলে ডাকতাম।

চার ভাই বোন তাদের
স্যান্ডি, জ্যাকি, বেলী আর রণি।
অনেকটা আমাদের মতোই।
গড়মিল হলো,
তাদের মধ্যে সে-ই বড় আর
আমার বড় আরও একজন আছে।

স্যান্ডি দেখতে কালো কিন্তু,
তার অন্য ভাইবোনেরা বেশ ফর্সা।
অনেকেই বলে, ছেলেরা কালো হলেই
নাকি আকর্ষনীয় লাগে।

স্যান্ডি বেশ ভোজন রসিক
ঠিক তার বাবার মতো।
বাবা রোজ বাসায় ফেরার সময়
কিছু না কিছু নিয়েই ফিরবে।
আর মহা হইহুল্লুরে ভাই-বোনেরা মিলে
তা সাবাড় করে দেয় নিমিষেই।

কিন্তু সমস্যাটা দাড়িয়েছে অন্য জায়গায়
স্যান্ডির অফুরন্ত সময় থাকলেও,
আমার দিন কাটে ব্যস্ততায়।
তবুও দুর থেকে বলি
ভাল থেকো স্যান্ডি...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ