ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ২৯, ২০১৫
মালয়েশিয়ায় জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার পার্টি।

রোববার (২৮ জুন) কুয়ালালামপুরের রাজধানী হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।



পরিষদের সহ-সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক আহমাদুল কবির, সাংবাদিক বশির আহমদ ফারুক, বাংলাভিশনের মাজহারুল ইসলাম, শান্ত, সৈয়দ জাহাঙ্গীর আলম।

পরিষদের সদস্য কামরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল আমিন আলেক।

অনুষ্ঠানে বক্তারা সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য খুশি, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। তাই এ মাসে আমাদের মনকে পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মো. আলী নূর, হারুন মিয়া, আকবর মিয়া, নাইম, মিজানসহ বৃহত্তর সিলেটের প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ