ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, জুলাই ৭, ২০১৫
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার সেলানগড়ের সেরডাং রায়ায় বাংলাদেশ কমিউনিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়রা অংশ নেন।



রোববার (০৫ জুলাই) স্থানীয় আল ইসলাহ জামে মসজিদে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

বাংলাদেশ কমিউনিটির নেতা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সদস্য মিনহাজ উদ্দিন মিরান, শওকত আলী টিনু, প্রদীপ কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ