ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে ফিরছেন আরও ১৯২ বাংলাদেশি

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জুলাই ৭, ২০১৫
মালয়েশিয়া থেকে ফিরছেন আরও ১৯২ বাংলাদেশি সংগৃহীত

মালয়েশিয়া: মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়ায় উদ্ধার ১৯২ বাংলাদেশি অভিবাসী দেশে ফিরছেন। তারা দুই ধাপে দেশে আসছেন।



মঙ্গলবার (০৭ জুলাই) প্রথম ধাপে ৯৬ জন বাংলাদেশি অভিবাসী এবং বুধবার আরও ৯৬ জন দেশে ফিরবেন।

মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে তারা দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন, বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবেন।

এর আগে, মালয়েশিয়ায় উদ্ধার ৭১৬ জনের মধ্যে প্রথম দফায় দেশে ফিরেন ৬১ জন। গত ১৮ মার্চ তারা দেশে আসেন।

এবার মালয়েশিয়া সময় বিকেল ৩টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন অভিবাসীরা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা।

এছাড়া বুধবার (০৮ জুলাই) মালয়েশিয়া সময় রাত ৩টা ২০ মিনিটে আরও ৯৮ জন বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ঈদের আগেই ৭১৬ জনের বাকিদের দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ