ঢাকা: মালয়েশিয়া থেকে দেশে ফিরেলেন নৌকায় করে মানব পাচারের শিকার আরও ৯৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইট।
এরপর ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর সকল অানুষ্ঠানিকতা শেষে দিবাগত রাত বারোটার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তারা।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবারও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মানব পাচারের শিকার ৯৬ জন বাংলাদেশি।
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় উদ্ধার ৭১৬ জন বাংলাদেশির সবাইকেই আসন্ন ঈদুল ফিতরের আগে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে দূতাবাস।
বাংলাদেশ:০০৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আইএ/আরআই