ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় পেনাং প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
মালয়েশিয়ায় পেনাং প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার পেনাংয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সমুদ্র নগরী জর্জ টাউনের সুংগাই নিবংয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।



পেনাং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (উত্তর) আয়োজিত অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। অধিকাংশ প্রবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, পেনাংয়ের প্রধান মো. শেখ ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দাতু আবুল কালাম আজাদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. ইউনুস আলী, কাওসার আহমেদ, আব্দুল নকিব, ইকবাল, লিটন, আমানুল, এটিএম মাহফুজুর রহমান ও আহাদ।

ঈদ আড্ডা ও পুনর্মিলনীতে পেনাং বাংলাদেশ কমিউনিটির নেতারা বাংলানিউজকে বলেন, পরবাসের ঈদ যতই আমাদের আনন্দ দিক না কেন, দেশে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ না করার ব্যথা থেকেই যায়।

ছোটদের গান, কবিতা ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এসময় দেশের গান পরিবেশন করেন শিল্পী আহসান উল্লাহ্।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করা হয় মালয় ও বাংলা ভাষায়। অনুষ্ঠানের স্পন্সর ছিলো মোবাইল কোম্পানি হটলিংক।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ