ঢাকা: শ্রমিকদের বৈধতা ও কাজের অনুমতিসহ যথাযথ কাগজহীন অভিবাসী শ্রমিকদের; বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের কাজের অধিকার প্রদানে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘তেনাগানিতা’ (নারীদের অধিকার আদায়ে কাজ করা মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান)।
গত ৬ আগস্ট বাংলানিউজে প্রকাশিত ‘মালয়েশিয়ায় শ্রমিক রফতানি।
এ বিষয়ে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মালয়েশিয়ায় এখনো গরিবদের শোষণ করে ধনীরা পকেট ভরছে। কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশের গরিব অভিবাসীদের মালয়েশিয়ায় নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে তারা এ কাজটি করছে।
বছরের পর বছর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা বা কাজের অধিকার না দিয়ে, নতুন করে শ্রমিক নেওয়ার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর নতুন এ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে প্রতিষ্ঠানটি।
নতুন ১৫ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশ্ন তুলে বলছে, যেখানে লাখ লাখ অভিবাসী দেশটিতে অবৈধভাবে কাজ করছে, সেখানে নতুন নিয়োগের কী প্রয়োজন? সরকার কোনো তাদের বৈধ করছে না?
শ্রমিক নিয়োগের বিষয়টি যথাযথ যাচাই-বাছাই না করে প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক গ্লোরেন্স ডাস।
এ ধরনের প্রক্রিয়ায় মানবাধিকারের মৌলিক শর্তগুলো ভঙ্গ করারও অভিযোগ আনেন তিনি।
এছাড়া বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের বিদেশি কর্মী নিয়োগ কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ‘তেনাগানিতা’।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
জেডএস