ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় তরুণ প্রজন্ম দলের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, আগস্ট ১৮, ২০১৫
মালয়েশিয়ায় তরুণ প্রজন্ম দলের আলোচনা সভা

মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশের চলামান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণ প্রজন্ম দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দেশটির রাজধানীর কুয়ালালামপুরে এক রেস্তোরাঁয় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।



তরুণ প্রজন্ম দলের সহ সভাপতি বাদল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-তরুণ প্রজন্ম দলের প্রধান উপদেষ্টা মো. কাজী সালাহ উদ্দিন, জোসেবুল আলম বিপ্লব, আসাদুজ্জামান মাছুম, সাধারণ সম্পাদক টিপু সুলতান, প্রজন্ম দলের নেতা আরাফাত রহমান ফিরুজ, শাহীন হাওলাদার, সাইফুল আজম, রেজাউল করিম, শাহাদাত হোসেন রানা প্রম‍ুখ।

সভাটি পরিচালনা করেন দলটির দফতর সম্পাদক শাহাদাত হোসেন লিটন ও সোহেল রানা মিল্কী। সভায় বক্তারা বর্তম‍ান সরকারের বিভিন্ন কার্যক্রমের কঠোর সমালোচনাও করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-তরুণ প্রজন্ম দলের  সহ সভাপতি আবুসাইদ বাবুল, জালাল আহমেদ, নাজমুল হাসান, এস এম সুমন, শাহরিয়ার মুত্তাকিন, বুলবুল, মাহবুব আলম, মো. শাহিদ, রিপন আহমেদ ও আমির হোসেন রুবেল।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ