মালয়েশিয়া: মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে কুয়ালালামপুরে পৌঁছেছে বাংলাদেশ দল।
তাদের বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টায় কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় সেলেঙ্গার প্রদেশের শাহ আলম স্টেডিয়ামে মালয়েশিয়া ফুটবল দলের সঙ্গে এ প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত ২৩ সদস্যের এ দলে আছেন গোলরক্ষক শহীদুল আলম, রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম রানা; ডিফেন্সে রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোহাম্মদ লিঙ্কন, তপু বর্মণ, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম; মিডফিল্ডে মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, ইমন মাহমুদ এবং ফরোয়ার্ডে তকলিচ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, জুয়েল রানা, আবদুল বাতেন কোমল ও এনামুল হক।
এ প্রীতি ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল দল অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে। ৩ সেপ্টেম্বর পার্থে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মামুনুল-এনামুল-হেমন্তরা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এইচএ/
** বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মালয়েশিয়ায় উদ্দীপনা