ঢাকা: ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন’র (ইউএমএনও) বর্তমান প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের বিরুদ্ধে ১ এমডিবি প্রকল্প থেকে ২. ৬ বিলিয়ন রিংগিত নিজের ব্যক্তিগত একাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ আন্দোলনকারীরা।
এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগে নাজিব এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধেও ক্ষিপ্ত জনগণ।
আগস্টের মাঝামাঝি সময়ে নাজিবের অপসারণের দাবিতে চলতি মাসের ২৯ ও ৩০ আগস্ট মারদেকা অভিমুখে র্যালির ঘোষণা দেয় নাজিববিরোধী আন্দোলনরত জোট বার্সিহ।
শনিবার সকাল থেকে শুরু হয়ে বার্সিহর এ র্যালি চলবে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত। ইতোমধ্যে র্যালিতে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা।
শনিবার রাত ৯টায় মারদেকা স্কয়ারে জড়ো হওয়া নাজিব ও সরকারবিরোধী আন্দোলনকারীরা।
গণঘুম।
শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানীর কুয়ালালামপুরের দাতারান মারদেকায় উপস্থিত সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সকাল হলেই আবার আন্দোলন। তাই একটু ঘুমিয়ে নেওয়া।
মুখোশ, ফেস্টুন এবং ভুভুজেলা।
নামাজ আদায় করছেন আন্দোলনরত মুসলিম জনগণ।
মারদেকার উদ্দেশ্যে রওনা।
৩১ আগস্ট স্বাধীনতা দিবস। এর আগে মারদেকায় শনিবার সকালে চলছিলো কুচকাওয়াজের মহড়া।
নাচে গানে মারদেকা অভিমুখে যাত্রা।
আমার ব্যানার প্রিন্ট করার টাকা নেই। দয়া করে আমাকে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার ডোনেট করো।
দেশের বিভিন্ন স্থান থেকে বাসে, ট্রেনে কেএল সেন্ট্রালে এসে নামছেন সরকারবিরোধীরা।
মারদেকা অভিমুখে যাত্রা।
মারদেকার আশপাশের এলাকায় জড়ো হওয়া সরকারবিরোধীরা।
চলছে সেলফি।
আন্দোলন চলে বলে তো আর পরিবেশ নোংরা করা যায় না।
ক্ষণস্থায়ী ট্যাটু।
ভিডিও লিংক:
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএন/টিআই