ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার ৫৮তম স্বাধীনতা দিবস উদযাপিত

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
মালয়েশিয়ার ৫৮তম স্বাধীনতা দিবস উদযাপিত ছবি: সংগৃহীত

মালয়েশিয়া: যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মালয়েশিয়ায় ৫৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টায় মারদেকা ময়দানে সশস্ত্র বাহিনীর এক বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় দেশের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।



পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এ উপলক্ষে পুরো দেশে এখন সাজ সাজ রব। স্কুল-কলেজগুলোতে চলছে বিভিন্ন অনুষ্ঠান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোও পালন করছে নানা কর্মসূচি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক, উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিসহ মন্ত্রীপরিষদের সদস্যরা।

সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ‘হারাম’ (নিষিদ্ধ) বলে অভিহিত করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

৭শ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ এনে নাজিব রাজাকের বিরুদ্ধে শনিবার ও রোববার বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থিরা।

নাজিব রাজাক তার ভাষণে মালয়েশীয়দের শান্তিপূর্ণ জাতি হিসেবে উল্লেখ করে বলেন, এ দেশে বিক্ষোভের কোনো প্রয়োজন নেই।

তবে বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মালয়েশীয়রা। এজন্য নেতৃত্বে পরিবর্তন দরকার।

১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটেনের উপনিবেশ থেকে দেশটি স্বাধীনতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ