ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

কায়কোবাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৯, সেপ্টেম্বর ৬, ২০১৫
কায়কোবাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মালয়েশিয়ায় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া:  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ কাজী মোফাজ্জেল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মামলা ও তার বাড়িতে হামলার প্রতিবাদে সভা করেছে মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপি সমর্থিত মুরাদনগরবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের রাজধানীর একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মালয়েশিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি (প্রস্তাবিত) শহীদুল্লাহ শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ শহীদ বলেন, ক্ষমতায় থেকে প্রায় এক যুগ পার হয়ে গেলেও ২১ আগস্টে গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচার শেষ করতে পারেনি আওয়ামী লীগ। বরং এটি নিয়ে একের পর মিথ্যাচার করছে সরকার, এর সর্বশেষ শিকার মোফাজ্জেল হোসেন কায়কোবাদ।
 
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, ষড়যন্ত্রম‍ূলকভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে একের পর এক সিনিয়র নেতাদের মামলায় জড়াচ্ছে সরকার। এরই অংশ হিসাবে মোফাজ্জেল হোসেন কায়কোবাদকে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি করা হয়েছে।

আবুল কাশেম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি নেতা আ খ ম রেজাউল করিম, মালয়েশিয়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদল নেতা এনায়েত উল্লাহ মমিন, মালয়েশিয়া তরুণ প্রজন্ম দলের সহ-সভাপতি বাদল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিল্কিসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাজু দেলোয়ার, সহ-সভাপতি নজরুল ইসলাম অডিট, তরুণ প্রজন্ম দলের মালয়েশিয়ার সভাপতি জোসেবুল আলম বিপ্লব, বিএনপি নেতা সালাহউদ্দিন টিটু, সবুজ শিকদার, শাহীন হাওলাদার, মো. জামাল, সাইফুল ইসলাম, ইমন হাসান, জাকির, শফিকুল, শফিক, কাশেম, আকতার, আলাউদ্দিন, আলম, সাইফুল, শাহ-আলম, খোকন, বাবুলসহ মালয়েশিয়ায় অবস্থানরত মুরাদনগরের অনেকে।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২১০৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ