কুয়ালালামপুর: আলজাজিরার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাংবাদিক মেরি আন জলিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তিনি আলজাজিরার জনপ্রিয় ১০১ ইস্ট নামক প্রোগ্রামের অনুসন্ধানী রিপোর্টের জন্য মালয়েশিয়া এসেছিলেন।
মার্ডার ইন মালয়েশিয়া অনুসন্ধানে আলোকপাত করা হয় ২০০৬ সালের সব চেয়ে আলোচিত ঘটনা মঙ্গোলিয়ান নারী আলতানতুনিয়া সারিবুর হত্যাকাণ্ড। আলতানতুনিয়া ছিলেন সরকারি পর্যায়ের ভাষানুবাদ কর্মচারী। ২০০৬ সালের অক্টোবর মাসে তাকে অপহরণ করা হয়। কিছুদিন নিখোঁজের পর তার লাশ পাওয়া যায় শাহ আলমের কাছে এক গহীন জঙ্গলে। তার দেহ সি-৪ বিস্ফোরক দিয়ে নিশ্চিহ্ন করা হয়।
এ ঘটনা অনেকটা সময় ধরে বেশ বিতর্কের সূচনা করেছিল।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের সঙ্গে মেরি সাক্ষাতের আবেদন জানালেও তা নাকচ করে দেওয়া হয়। পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মালয়েশিয়া বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
জেডএম/