মালয়েশিয়া: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রাপ্তি সহজ করতে মোবাইলে এনরোলমেন্ট শুক্রবার উদ্বোধন করা হবে।
এদিন দেশটির জহুর বারুতে বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জহুর পানদান সিটিতে শুক্রবার রাতে শহীদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে।
কমিউনিটির জহুর বারুর জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম আমিন বলেন, বাংলাদেশ কমিউনিটি হাইকমিশনারের সঙ্গে হাত মিলিয়ে প্রবাসীদের পাশে থাকার জন্য পাসপোর্ট পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
দূতাবাসের অনুমতিতে গত একসপ্তাহ ধরে জহুর প্রদেশের কতাতিঙ্গী, তিরাম, মাসাই,পন্তিয়ান, তামান ইউ, গেলাংপাতাহ, পাসির গুডাং, স্কুডাই,বান্ডার জহুরবারু,বাতু পাহাতসহ জহুর প্রদেশে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কমিউনিটি।
বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এম এস কে শাহীন বাংলানিউজকে জানান, মোবাইল এনরোলমেন্টের মাধ্যমে শুধু জহুর বারু নয় মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে থাকা প্রবাসীদের হাতে এমআরপি পৌছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএ