ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার জহুরবারুতে এমআরপি মোবাইল ক্যাম্পের উদ্বোধন

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মালয়েশিয়ার জহুরবারুতে এমআরপি মোবাইল ক্যাম্পের উদ্বোধন

মালয়েশিয়া: মালয়েশিয়ার জহুরবারুতে শুরু হয়েছে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মোবাইল ক্যাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি কমিউনিটি জহুরবারুর আয়োজনে এমআরপি মোবাইল ক্যাম্পের উদ্বোধন হয়।



স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সভাপতি মো. তরিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে এ মোবাইল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম।

হাইকমিশনার জানান, প্রবাসীদের হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআরপি ডিজিটাল পাসপোর্ট তৈরি করতে ১১৬ রিঙ্গিত খরচ হবে বলে মোবাইল ক্যাম্প থেকে জানানো হয়।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডেপুটি হাই কমিশনার মো. ফয়সল আহমেদ, লেবার কন্স্যুলার মো. সায়েদুল ইসলাম মুকুল, ফার্স্ট সেক্রেটারি এম এস কে শাহীন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ বাদল, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক মো. তাজকীর আহমেদ, কমিউনিটি জহুরের সিনিয়র সহ-সভাপতি মো. ফাহিম, দফতর সম্পাদক মো. শামীম এজাজ, সুমন, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম আমিন, মো. জয়নাল, মো. জুয়েল, মো. বাবলু, মো. জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, আবু সালেহ মানিক, রুহুল আমিন, মো. শাহীন, মো. আব্দুল মন্নান, উজ্জ্বল, লরেন্স, আল আমিন, নজরুল, রহিম, দেলোয়ার, মো. ইউসুফসহ অন্যান্য কমিউনিটি নেতারা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ