মালয়েশিয়া: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মালয়েশিয়ার সেলায়াংয়ে ঈদ উদযাপন করেছেন প্রাবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সকাল সাড়ে ৮টায় বায়তুন নুর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রাজধানীর কুয়ালালামপুরের জাতীয় মসজিদ মসজিদ-এ নিগারা থেকে শুরু করে প্রায় প্রতিটি জামাতে ছিলো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহন। তবে, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের সেলায়াং এর পাসার বরং এ।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বায়তুন নুর মসজিদের প্রতিষ্ঠতা সভাপতি কামারুজ্জামান কামাল বাংলানিউজকে বলেন, প্রবাসে আমরা আত্মীয়-স্বজন ছাড়াই ঈদ উদযাপন করি। সবাই যাতে আত্মীয় স্বজনের অভাবে মন খারাপ না করে থাকেন সে জন্য আমরা মসজিদের উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করি। আর এ জামাতের মাধ্যমে প্রবাসে আমরা দেশের প্রশান্তি খুঁজে পাই। ঈদের দিনে সবাইকে এক সঙ্গে দেখে অনেক ভালো লাগে।
প্রবাসের ঈদের অনুভূতি জানাতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাজমুল ইসলাম বাবুল বাংলানিউজকে বলেন, প্রতিবছর আমরা এই দিনটি একত্রিত হই, নামাজ আদায় করি, পশু কোরবানি দেই। অল্প সময়ের জন্য হলেও মনে হয় আমরা বাংলাদেশেই আছি।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বিএস/