মালয়েশিয়া :মালয়েশিয়া বিএনপির নতুন কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।
এ সময় বক্তব্য রাখেন, নব-গঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে কাজ করে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। দলীয় কার্যক্রমকে আরো সুসংহত করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। তারই অংশ হিসেবে মালয়েশিয়ার এ কমিটি দেওয়া হয়েছে। আমরা সৌভাগ্যবান যে, সে কর্মসূচির প্রথমেই মালয়েশিয়া পেয়েছে পূর্ণাঙ্গ কমিটি।
এ সময় নতুন কমিটির নেতাদের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন এবং মির্জা সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলন শেষে নব গঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়া বিএনপি অঙ্গসংগঠন নেতারা।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরআই