ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে মঙ্গলবার ফিরছেন আরও ১১৫ বাংলাদেশি

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, অক্টোবর ১৮, ২০১৫
মালয়েশিয়া থেকে মঙ্গলবার ফিরছেন আরও ১১৫ বাংলাদেশি ছবি: সংগৃহীত

মালয়েশিয়া: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৭১৬ বাংলাদেশির মধ্যে নয়দফায় দেশে ফিরেছেন ৬২১ জন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ২০ অক্টোবর) দেশে ফিরবেন আরও ১১৫ বাংলাদেশি।



মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলানিউজকে।

তিনি জানান, বাংলাদেশ বিমানের বিজি-০৮৭’র একটি ফ্লাইটে করে মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে কুয়ালালামপুর ছাড়বেন ১১৫ বাংলাদেশি। বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিটে তাদের দেশে পৌঁছানোর কথা।

উল্লেখ্য, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ