কুয়ালালামপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল মালয়েশিয়া শাখা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মালয়েশিয়া বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে অনেকদিন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসলেও ২৯ নভেম্বর রোববার তাদের কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের নেতারা।
কুয়ালালামপুরের রেস্টুরেন্ট রাজধানীতে জালাল আহমেদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাংবাদিক সম্মেলনের শুরুতে সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিল্কি নবগঠিত কমিটির সকল সদস্যকে সাংবাদিকদের সংঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সংগঠনের সভাপতি জোসেবুল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক টিপু সুলতান সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সভাপতি বিপ্লব বলেন, আমাদের শ্লোগান ‘আমরা যদি থাকি সৎ, পরিবর্তন সম্ভব’ সেই শ্লোগানে বলীয়ান হয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে মালয়েশিয়া অবস্থানরত জাতীয়তাবাদে বিশ্বাসী সকল প্রবাসী তরুণদের সংগে নিয়ে বাংলাদেশের সকল পার্থিব উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক টিপু সুলতান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন আমরা সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি, আগামী জানুয়ারিতে বড় পরিসরে আমাদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করবো, যেখানে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি সবুজ শিকদার, মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক এস, এম সুমন, ছোটন ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শাহীন আহমেদ হাওলাদার, সহ-প্রচার সম্পাদক মো. বুলবুল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য গত ৩০শে অক্টোবর জোসেবুল আলম বিপ্লবকে সভাপতি, টিপু সুলতানকে সেক্রেটারি ও সোহেল রানা মিল্কিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল মালয়েশিয়া শাখার অনুমোদন দেন জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মুখলেসুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তারে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরআই