কুয়ালালামপুর: একজন রোহিঙ্গা নাগরিককে অপহরণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। দেশটির বার্তা সংস্থা বারনামা সোমবার এ তথ্য জানিয়েছে।
কোতা তিঙ্গির পুলিশ প্রধান রহমত ওথম্যান শনিবার জানিয়েছেন, গত শুক্রবার থানায় রিপোর্ট হওয়ার দু’ঘণ্টার মধ্যে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে তিনি বলেন, অপহরণের পর পরিবার থেকে মুক্তিপণের টাকা আদায় করতে আসে দুই বাংলাদেশি। একজন পুলিশ ট্যাক্সি চালক সেজে গিয়েছিলেন এবং আরেকজন পেছনে কাভারে ছিলেন।
ঘটনার দিন রাত আটটায় ৩৪ বছর বয়সী রোহিঙ্গা ইসমাইল আয়ুব খান একটি সুপার মার্কেটে বাজার করে ফিরছিলেন। এ সময় ট্যাক্সি না পাওয়ায় দুজন বাংলাদেশি তাদের তামাক পাসক ইন্ডায় পৌছে দেয়ার অনুরোধ জানান।
যখন তারা একটি ওয়েল পাম প্ল্যান্টেশনের কাছে পৌছে তখন ২ ব্যক্তি আয়ুবকে বেধেঁ ফেলে।
অভিযুক্তরা এরপর তার স্ত্রীকে ফোন দেয় এবং ১০ হাজার রিঙ্গিত মুক্তিপণ দাবি করে। পরে এই অর্থের পরিমাণ নগদ ৫ হাজার রিঙ্গিত এবং অলংকারে নেমে আসে।
অপহরণকারীরা আয়ুবের স্ত্রীকে বলে, তার বড় ছেলেকে দিয়ে মুক্তিপণ পাঠিয়ে দিতে। নয়তো তার স্বামীকে মেরে ফেলা হবে।
চালক সেজে পুলিশ তার সন্তানকে সঙ্গে নিয়ে একটি তেল পাম্পে মুক্তিপণের টাকা দিতে যায়।
এসময় দুই বাংলাদেশি অর্থ নিতে এলে তাদের আটক করা হয় এবং অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
এমএন/জেডএম