কুয়ালালামপুর: মার্সিডিজ বেঞ্জ মালয়েশিয়ার জন্য স্মরণীয় হয়ে থাকবে ২০১৫ সাল। বছরটিকে কোম্পানির জন্য সাফল্যের শীর্ষবিন্দু বলতেই হবে।
আগের বছর অর্থাৎ ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৩২টি। ফলে এক বছরে মালয়েশিয়ার মার্সিডিস বেঞ্জের বিক্রি বৃদ্ধি পেয়েছে ৫৬ শতাংশ।
সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, মূলত যাত্রীবহনকারী যান বিক্রিতেই তাদের এ সাফল্য। গত বছর ‘এ’ ক্লাস থেকে ‘এস’ ক্লাস সব ধরনেই গড়ির বিক্রিই ছিল ভালো।
মালয়েশিয়ায় প্রথমে ডিজেল ইঞ্জিনের গাড়ি উৎপাদন শুরু করেছিল মার্সিডিজ বেঞ্জ।
পেকান প্রোডাকশন প্লান্টের দক্ষ সেবা ও ডিলার নেটওয়ার্কিংয়ের কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছে মার্সিডিজ বেঞ্জ মালয়েশিয়া।
জানা যায়, পেকান প্রোডাকশন প্ল্যান্ট এক বছরে ৭ হাজার ৭১০টি মার্সিডিজ বেঞ্জ কার উৎপাদন করে। মালয়েশিয়াই একমাত্র দেশ যেখানে দুই শিফটে প্রোডাকশনে প্রথম সাফল্য পেয়েছে মার্সিডিজ বেঞ্জ।
মার্সিডিজ বেঞ্জ মালয়েশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ক্লাউস ওয়েনডার বলেন, ২০১৫ সালে মালয়েশিয়ায় মার্সিডিজ বেঞ্জ বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছে। উৎপাদন ও গ্রাহক সেবা উভয়েই সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে ‘স্বপ্নের গাড়ি মার্সিডিজ বেঞ্জ সংগ্রহ’ প্রোগ্রাম ও হাপ সেং স্টার কোতা কিনাবালু শোরুমে বেশ সাফল্য এসেছে।
মালয়েশিয়ার একটি প্রভাবশালী দৈনিককে তিনি বলেন, মালয়েশিয়ায় আমাদের ১৩ বছরের এবং বিশ্বব্যাপী ১৩০ বছরের ব্যবসায় এটি অন্যতম বড় সাফল্য।
বাংলাদেশ সময়:১০০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমএন/জেডএস