মালয়েশিয়া: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হামলার আশঙ্কা করছে মালেশীয় গোয়েন্দা সংস্থা।
এ আশঙ্কায় কুয়ালালামপুরের সেতিয়াওয়াংসা ট্রেন স্টেশন থেকে আইএস সন্দেহ ২৮ বছর বয়সী এক মালেশীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ জানুয়ারি) মালেশীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, আটক ওই ব্যক্তি আত্মঘাতী হামলা চালানোর প্রচেষ্টায় ছিলেন। তার কাছে থেকে আইএসের বিভিন্ন কাগজপত্র ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা খালিদ আবু বকর জানান, আটক ওই ব্যক্তি সিরিয়া থেকে নির্দেশনার পরেই হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তার স্বীকারোক্তিতে জানা যায়, তার সঙ্গে সিরিয়ার আইএস সদস্যের যোগাযোগ ছিলো। তিনি হামলার নির্দেশনার অপেক্ষায় ছিলেন।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন শিপিং মল, টুরিস্ট স্থান, রেলস্টেশন ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে দুই স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টিআই