কুয়ালালামপুর: কোন ধরনের আলোচনা ছাড়াই বিদেশি শ্রমিকদের ওপর কর বাড়ানোর কড়া সমালোচনা করেছে মালয়েশিয়ার ৫৫টি স্থানীয় ইন্ড্রাস্ট্রির চেম্বার এবং ট্রেড অর্গানাইজেশন।
সরকারের রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের কর বাড়ানোর এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে এই ব্যবসায়িক সংগঠনগুলো।
এই ব্যবসায়িক গোষ্ঠীটি আরও জানায়, বরং অবৈধ শ্রমিকদের বৈধ করা রাজস্ব বাড়ানোর একটি প্রক্রিয়া হতে পারে।
৪০ লাখ অবৈধ বিদেশি শ্রমিককে বৈধতা দেয়ার মধ্য দিয়ে সরকার ৫শ’ কোটি মালয়েশীয় রিঙ্গিত অতিরিক্ত আয় করতে পারবে বলেও মত দেন তেও চিয়াং কক।
এই মাসের শুরুতেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, ম্যানুফ্যাকচারার্স এবং নির্মাণ কোম্পানিগুলোকে প্রতি বিদেশি শ্রমিকের জন্যে বাৎসরিক আড়াই হাজার রিঙ্গিত কর দিতে হবে। এর আগে এই কর ছিল ১২৫০ রিঙ্গিত। দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি জানুয়ারির ৩১ তারিখ জানান, এই নতুন কর ব্যবস্থায় সরকার আড়াইশ’ কোটি রিঙ্গিত রাজস্ব আয় করবে।
মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ৬ লাখ। ধারণা করা হয় অবৈধ বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এর দ্বিগুণ হতে পারে।
বাংলাদেশ সময় ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমএন/আরআই