ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পছন্দ হটলিংক মোবাইল

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
মালয়েশিয়ায় বাংলাদেশিদের পছন্দ হটলিংক মোবাইল

কুয়ালালামপুর (মালয়েশিয়া): মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ম্যাক্সিস টেলিকমের হটলিংক আই ডি ডি।

মোবাইল ফোন অপারেটর ম্যাক্সিস অফার করছে প্রতি ১০ রিংগিত রিচার্জে বাংলাদেশের যেকোনো নম্বরে ৬০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ।



হটলিংকের আই ডি ডি সুপার সেভার প্ল্যানে এই সুযোগ পাওয়া যাবে। এছাড়া হোয়াটস অ্যাপস ও উইচ্যাট এবং ভাইবারও বিনাম‍ূল্যে ব্যবহার করা যাবে ।  

টক সেভার প্ল্যানে শনি এবং রোববার যে কোনো ম্যাক্সিস অথবা হটলিংক নম্বরে ১ রিংগিত খরচ করে কথা বলা যাবে ৬০ মিনিট।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করেছে ম্যাক্সিস টেলিকম। বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়া, পুদু, কেলাং, সুঙ্গাই বুলহ, কাজাং, শাহ আলম এলাকায় সহজেই প্রতিষ্ঠানটির এজেন্টদের পাবেন বাংলাদেশিরা।

পাশাপাশি ম্যাক্সিস দিচ্ছে বাংলাদেশি ছাত্রদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগও। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আকর্ষণীয় কমিশন পাবেন।

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী রয়েছেন। ভিনদেশে থাকা এসব প্রবাসীরা মোবাইল ফোনেই নিজভূমে পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করেন।

তাই এই প্রবাসীদের বিষয়টি মাথায় রেখেই টেলিকম প্রতিষ্ঠান ম্যাক্সিস এ অফারের ঘোষণা দিয়েছে।

হটলিংক নম্বর থেকে *১২৯# চেপে বাংলাদেশে কলের ব্যালেন্স জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ