ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

ব্যবসায়ীদের অনুরোধেই বাংলাদেশি শ্রমিক নেয়া হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ব্যবসায়ীদের অনুরোধেই বাংলাদেশি শ্রমিক নেয়া হচ্ছে জাহিদ হামিদি/ছবি : সংগৃহীত

ঢাকা: শিল্প প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক সংগঠন এবং চেম্বার অব কমার্সের অনুরোধেই ১৫ লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় অানার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি।

তিনি বলেন, সরকার চাচ্ছে বলেই এটি করা হচ্ছে না বরং শিল্প মালিকদের অনুরোধে বাংলাদেশি শ্রমিক অানা হচ্ছে।

এমন না যে ১৫ লাখ শ্রমিক একবারেই মালয়েশিয়ায় প্রবেশ করবেন। এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ৫ বছরে ঘটবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাহিদ বলেন, স্থানীয় গণমাধ্যমে যেভাবে ১৫ লাখ শ্রমিকের বিষয়টি  যেভাবে উঠে এসেছে বিষয়টি তা না।   মূলত বাংলাদেশ সরকার চাকরির জন্য এই শ্রমিকদের নিবন্ধন সম্পন্ন করেছে।

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের কিছু শর্তের ভেতর দিয়েই আনা হবে। কাজে নিয়োগের পূর্বে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা এ সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশ সময় ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এমএন/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ