ঢাকা: মালয়েশিয়ায় ২০১৫ সালে ৬০ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক ইব্রাহিম আব্দুল্লাহ বলেন, এসব অভিযান পরিচালিত হয়েছে ওপি ইকরার বিভাগের মাধ্যমে।
আটক হওয়া ৬০ হাজার অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি অভিযুক্ত যারা তাদের কাজের শর্ত ভঙ্গ করেছেন। এরপর যারা মেয়াদোত্তীর্ণ পারমিটে কাজ করছেন এবং ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) একটি নির্মাণ সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ ও ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগের এক যৌথ অভিযান পরিদর্শন করেন ইব্রাহিম।
বিভিন্ন অপরাধে জানুয়ারির ১ তারিখ থেকে গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ হাজার ২ জন অবৈধ অভিবাসী, ১শ ৩৩ জন মালিক এবং দু’জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার মধ্যরাতের এক অভিযানেও ৯ জন নারীসহ ২৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলেও জানান ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমএন/এএ