কুয়ালালামপুর: গেল বছর মালয়েশিয়ার অর্থনীতির জন্য ছিল কালো অধ্যায়। রিঙ্গিতের মূল্যধসের কারণে ডলারের বিনিময়ে রিঙ্গিতের মূল্য বেড়ে গিয়ে রেকর্ড পরিমাণে দাঁড়ায়।
বর্তমান রিঙ্গিতের মান বেড়ে আবার স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে। শেষ মূল্যসূচক পর্যন্ত ডলারের মান দাঁড়িয়েছে ৩.৯২ রিঙ্গিত। আর বর্তমান বাজার মূল্যে প্রতি রিঙ্গিতের বিনিময়ে এখন ১৯.৭০ টাকা পাওয়া যাচ্ছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রিঙ্গিতের মান পড়ে যাওয়ার প্রধান কারণ ছিল, দেশটির পেট্রোলিয়ামের চাহিদা বাইরের দেশে কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা।
১৯৯৮ সালের সেপ্টেম্বরে মাসের পর গত বছর প্রথম ডলারের মান এতোখানি বেড়েছে। ১৯৯৮ সালে এর মান দাঁড়িয়েছিল ৩.৮১ রিঙ্গিতে। স্থানীয়রা আশা করেছিলেন, গত মে মাসে সরকারের নতুন চালু করা দ্রব্য এবং পরিসেবা কর (জিএসটি) ৬ শতাংশ বৃদ্ধির পর দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হবে। তবে তেমনটা হয়নি।
অন্যদিকে গত ছয় বছরে টাকার বিনিময়ে রিঙ্গিতের মানও রেকর্ড পরিমাণ কমে গিয়েছিল। বর্তমানে আবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
রিঙ্গিতের মান কমে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রেরণে কিছুটা শিথিল অবস্থা বিরাজ করেছিল। তবে গত সোমবার (২৮ মার্চ) থেকে তা আবার বাড়তে শরু করেছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এএসআর