ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

পাসার সেনির বয়স ১২৮!

বেনু সুত্রধর, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
পাসার সেনির বয়স ১২৮! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া থেকে: পাসার সেনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রীয় বাজারের নাম।

বাজারটির বয়স ১২৮ বছর। দেশটিতে আগত পর্যটকদের মধ্যে খুব কম মানুষই আছেন, যারা এ বাজার না ঘুরে ফিরে গেছেন। পাসার সেনিতে আছে সব ধরনের দোকান। স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করেই বাজারটি সাজিয়েছে মালয়েশিয়ান সরকার।

বাজারের ভেতরে কুড়ে ঘরের আদলে তৈরি হয়েছে খাবারের দোকান। শুধু তাই নয়, পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করার বিষয়েও দোকানিদের রয়েছে নির্দেশনা।

মালয়েশিয়ার স্থানীয় ভাষায় পাসার শব্দের অর্থ ‘বাজার’। ১৮৮৮ সালে ব্রিটিশ শাসক কুয়ালালামপুরে বাজারটি গড়ে তোলে। তৎকালীন ভারতীয় ও ব্রিটিশ শাসকদের বিশ্রামস্থান ছিল বাজারটি। মালয়েশিয়া তাই গুরুত্ব দিয়ে ১২৮ বছর আগে এটি গড়ে তোলে।

মালয়েশিয়া সরকার বরাবরই পাসার সেনিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ১৯৮৫ সালে কালং নদীর তীরে ‘দায়াভূমি’ তৈরির সময় পাসার সেনি ভেঙে দেওয়ায় কথা তুলে একটি মহল। কিন্তু ঐতিহ্যকে প্রাধান্য দিয়েই পাসার সেনিকে বাঁচিয়ে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
ইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ