কুয়ালালামপুর: মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াংয়ে বাঁধ নির্মাণ প্রকল্পে দুর্ঘটনায় এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। ক্লুয়াংয়ের জালান ফেলডা কাহাং তিমুরের কাহাং বাঁধ নির্মাণ প্রকল্পের কমপ্যাক্টর মেশিনের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার।
সোমবার (৫ সেপ্টেম্বর) ক্লুয়াংয়ের ওসিপিডি’র সহকারী কমিশনার মোহাম্মদ লাহাম এ কথা জানান। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ লাহাম বলেন, ওই বাংলাদেশি শ্রমিক বিকেলে কমপ্যাক্টর মেশিনের সামনে বিশ্রাম নিচ্ছিলেন। চালক মেশিনটি চালাতে শুরু করলে তার মাথা নিচে চাপা পড়ে চূর্ণ হয়ে যায়।
ওসিপিডির এ কর্মকর্তা আরও বলেন, কমপ্যাক্টরের চালক যখন মেশিনটি চালাতে শুরু করেন তখন তিনি শুয়ে থাকা শ্রমিককে দেখতে পাননি। কিন্তু চাপা দেওয়ার বিষয়টি বুঝতে পেরেই পালিয়ে যান তিনি।
বেপরোয় চালানোর অভিযোগে ওই চালকের বিরুদ্ধে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর সেকশন ৪১(১) এর অধীনে দুর্ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এমএন/এইচএ/