ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে স্টিলের বিমের আঘাতে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) কুয়ালা কুবু ভারুর উলু ইয়ামে বাতু ২৯ ইন্ড্রাস্টিয়াল সেন্টারে স্টিল কারখানায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

কুয়ালা কুবু ভারু ফায়ার সার্ভিস বিভাগের সিনিয়র ফায়ার অফিসার-২ রশদি সাফি বলেন, শাহাদাত হোসেন নামে ওই বাংলাদেশি শ্রমিক মাথার ওপরে ১০ মিটার দীর্ঘ স্টিলের বিমে ওয়েল্ডিং করছিলেন। এ সময় বিম দুটি ছুটে শাহাদাতের গায়ে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দুই শ্রমিককে একই স্থান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ