যারা ভেজালমুক্ত ব্যবসা করতে চান তাদের জন্য নিরাপদ স্থান হতে পারে মালয়েশিয়ার মালাক্কা প্রদেশ। এখানে নেই কোনো চাঁদাবাজের ভয়, নেই বাকী নিয়ে ফাঁকি দেওয়ার দুশ্চিন্তা।
মালাক্কায় প্রায় শতাধিক মিনি মার্কেট রয়েছে, যার ৮০ শতাংশের মালিক বাঙালি। এরা সবাই নিজ নিজ মার্কেটে সফল। মাত্র দুই লাখ রিঙ্গিত বা ৪০ লাখ টাকা হলেই উপযুক্ত জায়গা দেখে মিনি মার্কেট দেওয়া যেতে পারে। তবে অবশ্যই মালয়েশিয়ার পার্টনার রাখতে হবে। আর যদি মালয়েশিয়ান কোন মেয়েকে বিয়ে করা যায়, তাহলে ব্যবসার লাইসেন্স পেতে আর ঝক্কি ঝামেলা সামলাতে হবে না।
মালাক্কায় কয়েকজন সফল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় সেখানে কোনো চাঁদাবাজী নেই, নেই কোন চুরি বাটপারি। এমনকি কারো চোখ রাঙানিও দেখতে হয় না। কাস্টমার নিজে পছন্দমত জিনিস ব্যাগ ভর্তি করে কাউন্টারে দাম দিয়ে চলে যাচ্ছেন। কেউ একটা কমও দিচ্ছে না আবার কেউ উচ্চ দামও নিচ্ছেন না।
মালাক্কার কুরবাং শিল্পাঞ্চলে লক্ষ্মীপুরের আলী বিন বাশার (পাচার মিনি) মিনি মার্কেট দিয়েছেন প্রায় ৫ বছর। মিনি মার্কেট থেকে এখন সবজির খেত করেছেন কয়েক একর জায়গা জুড়ে।
সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার রিঙ্গিত আয় হয় এই দোকান থেকেই। এমন কোন নিত্য প্রয়োজনীয় জিনিস নেই যা এই মিনি মার্কেটে পাওয়া যায় না। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলা থাকে।
আলী বিন বাশার বলেন, ব্যবসা করতে হলে ভাগ্যের দরকার আছে। ভাগ্যে ভাল থাকলে অল্প দিনেই সফলতার মুখ দেখা যায়। কেননা এখানে কোনো চুরি বাটপারি নেই। প্রতিটি জিনিসে ১০ শতাংশ লাভ থাকে।
আগে মালয়েশিয়াতে মিনি মার্কেটের ব্যবসা ছিল চীনাদের দখলে। সততা আর কর্মদক্ষতায় এখন বেশিরভাগ মিনি মার্কেটের মালিক বাঙালি। এদের একজন দীন ইসলাম। এরা সবাই আগামীতে মিনি মার্কেট ব্যবসাতেই সফলতার সম্ভাবনা দেখছেন।
শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসএম/আরএ
** চোখ আটকে যায় ১২৫ বছরের আবু বকর মসজিদে