বাসটি পেছন থেকে চলন্ত ট্রাকটিকে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
নেগরি সেমবিলান অগ্নিনির্বাপক এবং উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেন, বাসটিতে ৩০ জন বাংলাদেশি ছিলেন।
বাস চালকসহ অন্যরা সামান্য আঘাত পেলেও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের টুয়াংকু জাছার হসপিটাল সেরেমবানে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা বারনামাকে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সম্ভবত বাসটি জোহর বারু থেকে কুয়ালালামপুরের টার্মিনাল বেরেসাপাদু সেলাতানে যাচ্ছিলো। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাৎক্ষণিক খবর পেয়ে আধ ঘণ্টার মধ্যে ৩০ জন দমকলকর্মী মালাক্কার তাম্পিন এবং আলোর গাজাহ ফায়ার অ্যান্ড রেসকু স্টেশন থেকে রওনা করেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএন/জেডএস