মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাটি ভরাট করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চলানো হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া সেতু সংলগ্ন পূর্ব রাজদিয়া গ্রামে এ আভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, দখলদারদের বার বার নোটিশ করা হয়েছে, তারা গুরুত্ব দেননি। আজ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এখন থেকে যেদিন লাগবে ভ্যাকু দিয়ে মাটি সরিয়ে খাল দখল মুক্ত করা হবে। এ খালের সঙ্গে সংযোগ অনেক আলু ও ধানের জমির। খালটি ভরাট করায় চাষিরা পানি পাচ্ছেন না। এতে কৃষি কাজ ব্যাহত হচ্ছে। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসআইএস