কিশোরগঞ্জ: আগামী জানুয়ারিতে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল কুয়েত প্রবাসী মো. রাফি আহমেদের (২৫)। কিন্তু তা আর হলো না, কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
এর আগে, রোববার (০৪ ডিসেম্বর) দিনগত রাতে কুয়েত সিটির সালমি রোডে সড়ক দুর্ঘটনায় মো. রাফি আহমেদের মৃত্যু হয়।
নিহত রাফি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রুকন উদ্দিনের ছেলে।
সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতে নিহত রাফির বাবা বাংলানিউজকে এ তথ্য জানান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে প্রায় আট বছর আগে কুয়েতে যান রাফি। সেখানে তিনি নিজের গাড়িতে করে পণ্য বিক্রি করতেন। রোববার (০৪ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে কুয়েত সিটির সালমি রোডে পণ্য বিক্রি করার সময় পর পর দু’টি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় আট বছর ধরে কুয়েতে থাকলেও দেশে কখনো আসেননি। আগামী জানুয়ারি মাসে দেশের বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল রাফির।
এদিকে মো. রাফি আহমেদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।
ছেলের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান রাফির বাবা রুকন উদ্দিন। তিনি সরকারের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসআই