ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে করতোয়ায় ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মাছ ধরতে গিয়ে করতোয়ায় ডুবে জেলের মৃত্যু পানিতে ডুবে যাওয়া উসমান জেলের দেহ উদ্ধারে নেমেছেন স্থানীয়রা

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে উসমান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত উসমান আলী গনাগছ গ্রামের মৃত সাপাদ আলীর ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ওই জেলের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিদিনের মত সকালে নদীতে মাছ ধরতে জাল নিয়ে যান উসমান। এক সময় নদীর পানিতে ডুব দেন তিনি। আশপাশের লোকজন বেশ-কিছুক্ষণ ধরে তাকে উপরে উঠতে দেখতে না পেয়ে পরিবারসহ ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সদস্যরা। এদিকে প্রায় আড়াই ঘনণ্টা পর স্থানীয়দের সহায়তার উদ্ধার করে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের মাধ্যমে উসমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।  

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।