ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এক নারীসহ সৌদি আরবে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার দুইজনের মধ্যে রহমত উল্যা ওরফে রাজু (৪২) মানব পাচারকারী চক্রের মূলহোতা এবং বিউটি বেগম (৩৫) তার সহযোগী।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার আসামিদের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। অননুমোদিত ও ভুয়া ট্রাভেলস এজেন্সি খুলে বেকার যুবকদের সৌদি আরবে থাকা খাওয়া ফ্রি এবং নানাবিধ সুবিধাসহ ভালো বেতনে চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।  

এছাড়াও সৌদি আরবে পাঠানোর পর ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণও আদায় করত চক্রের সদস্যরা।

বাংলাদেশ ও সৌদি আরবে এই চক্রের সদস্যরা আছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।