ঢাকা: পুলিশ-বিএনপি সংঘর্ষের পর নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল সাড়ে চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়মুখী সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরপর ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত অবরুদ্ধ হয়ে পড়েছে বিএনপি কা্যালয়।
বুধবার বিকেল তিনটার দিকে হঠাৎ করে সংঘর্ষ শুরু হলে সড়কে একা মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এ সময় থেকে নয়া পল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিরাপত্তার স্বার্থে বিকেল সাড়ে চারটার দিকে নাইটিঙ্গেল মোড়ে ব্যারিয়ার দিয়ে সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
বিকেলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন।
কার্যালয় থেকে বিএনপির এ্যানি, রিজভী, আমান উল্লাহ আমান, শিমুল বিশ্বাসসহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মীকে আটক করতে দেখা গেছে।
এরই মধ্যে পল্টন থানা আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি কার্যালয় এলাকায় মিছিল করতে দেখা গেছে।
ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির সন্ত্রাসীরা পুলিশের ওপর হঠাৎ করে হামলা করেছে। জান মাল রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যা যা৷ ব্যবস্থা নেওয়া প্রয়োজন পুলিশ সেই ব্যবস্থা নিয়েছে।
এক প্রশ্নে তিনি বলেন, কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একজন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। আর গ্রেফতার করা হয়েছে ২০০ নেতাকর্মীকে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমআইএইচ/জেএইচ