ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

দর্শনায় ১১টি স্বর্ণের বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
দর্শনায় ১১টি স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী ভারতীয় দুইজন নাগরকিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।  

বৃহস্পতিবার (৮ ডেসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

 

আটক দুইজন হলেন- কলকাতার পশ্চিমবঙ্গের জোড়া বাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।  

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ চোরাচালান হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাসপোর্টধারী ওই দুই ভারতীয় নাগরিকের শরীর তল্লাশির সময় তাদের জুতার ভেতর থেকে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় ওই দুইজনকে আটকসহ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।  

যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ১১টি স্বর্ণের বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা। আটক ওই দুই চোরাকারবারির নামে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।