ফেনী: ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
আটক তিনজন হলেন- কামরুল হাসান সজিব (১৮), ইমন হোসেন প্রকাশ বিপ্লব (১৮) ও মো. রফিক প্রকাশ রাকিব (১৯)।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা রেলওয়ে স্টেশন এলাকার পশ্চিম পাশে অস্ত্র হাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্য পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি ফোল্ডিং চাকু, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক তিনজন মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে ফেনী রেলওয়ে স্টেশন এলাকাসহ আশপাশের অন্যান্য স্থানে যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে নিতো।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসএইচডি/আরআইএস