ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীজ ও সার পেলেন নওগাঁর সাড়ে ৭ হাজার কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বীজ ও সার পেলেন নওগাঁর সাড়ে ৭ হাজার কৃষক

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে সাড়ে ৭ হাজারের বেশি কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।

সেখানে ৩ হাজার ৯৮০ জন কৃষককে উফসী বোরো মৌসুমে রোপণের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি এবং ৩ হাজার ৭৫০ জন কৃষককে হাইব্রিড বোরো ধান রোপণ বাবদ ২ কেজি করে বীজ দেওয়া হয়। মোট ৭ হাজার ৭৩০ জন কৃষক মাঝে এসব বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।