মাদারীপুর: মাদারীপুরে স্বাভাবিক সময়ের চেয়ে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর সংখ্যা খুবই কম। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী ব্যক্তিগত যানবাহন (মাইক্রোবাস, প্রাইভেটকার) চলতে দেখা গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ চিত্র দেখা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, স্বাভাবিক দিনের মতোই শুক্রবার সকাল থেকে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল চলছে। এছাড়াও হাইওয়েতে পুলিশের চেকপোস্টও রয়েছে। তবে সার্বিক বিষয়ে বাড়তি সতর্কতা রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছেন।
সরেজমিনে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য ছুটির দিনের মতো শুক্রবার এক্সপ্রেসওয়েতে যানবাহন এবং যাত্রীদের সংখ্যা কম রয়েছে। মাঝে মধ্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলতে দেখা গেলেও স্ট্যান্ডগুলোতে নেই ঢাকাগামী যাত্রীদের ভিড়।
পাঁচ্চর এলাকার ইজিবাইক চালক জানান, 'সকাল থেকেই যাত্রী পাচ্ছি না। রাস্তাঘাটে লোকজন কম, গাড়িও কম। শনিবারে বিএনপির সমাবেশের কারণেই হয়তো ঢাকার যাত্রী কমে গেছে আজ। '
ঢাকাগামী যাত্রী মো. আবুল কাশেম বলেন, 'অনেক সময় পর পর বাস আসছে। ঢাকার যাত্রীও অনেক কম। বাসস্ট্যান্ডগুলোতে কোন ভিড় নেই। অনেকেই অতি দরকার ছাড়া আজ ঢাকা যাচ্ছে না। '
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, হাইওয়েতে পুলিশের টহল অব্যাহত রয়েছে অন্যদিনের মতোই। এছাড়া চেকপোষ্ট রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে। থানা পুলিশের টিম দৈনন্দিন দায়িত্ব পালন করছে। তবে সকল দিকে বিশেষ দৃষ্টি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘন্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসএম