ঢাকা: আগাম তথ্য না থাকলে পুলিশ কারও ব্যক্তিগত মোবাইল চেক করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের গ্রেফতারের ব্যাপারে কোনো আপডেট তথ্য আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা মনে করি, সংবাদমাধ্যমেরও সজাগ হতে হবে। কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানাতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও ব্যাপারে আগে থেকে তথ্য থাকলেই কেবল মোবাইল চেক করা হয়। এছাড়া এমন কিছু ঘটে না।
বিএনপি ক্ষমতায় গেলে গত দেড় দশক ধরে হওয়া গুম-হত্যার বিচার করবে বলে দাবি করছে- এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, আমরাও পদক্ষেপ নিচ্ছি। ওই সময় (জিয়াউর রহমান ও বিএনপির শাসনামল) হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। বিচারহীনভাবে হত্যা করা হয়েছিল তাদেরও একটি তালিকা আমরা করছি।
মন্ত্রী বলেন, এখন এটি একটি গণ দাবিতে পরিণত হয়েছে। তখন কীভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সবকিছু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
জিসিজি/আরবি