ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুদকে পদন্নোতি পেলেন ৯ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
দুদকে পদন্নোতি পেলেন ৯ কর্মকর্তা

ঢাকা: পদোন্নতি পেয়ে উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নয় কর্মকর্তা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বাংলানিউজকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে কমিশনের জনসংযোগ বিভাগ।  

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, মোহাম্মদ জিন্নাতুল ইসলাম,মো. মোস্তাফিজুর রহমান, মো. নারুল্লাহ হোসাইন, মো.কামিয়াব আফতাহি-উন-নবী, সোমা হোড়, জুয়েল মজুমদার, মাহমুদা আক্তার ও 
মো. আব্দুল মালেক।

এর আগে চলতি বছরে ১৫ সেপ্টেম্বর আলাদা আদেশে দুদকের তিন পরিচালককে মহাপরিচালক, ছয় উপ পরিচালককে পরিচালক ও  আট সহকারী পরিচালককে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।  

এছাড়া ২০২১ সালে ৩৪ জন সহকারী কর্মকর্তা উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।