ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন হাজার মণ পাট ভস্মিভূত হয়েছে।

আগুন ছড়িয়েছে পাশের তিনটি বাড়িতেও। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে আজাহার মিয়ার পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজাহার মিয়ার পাটের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বাড়িসহ পাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদামসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আজাহার জানান, গুদামে থাকা প্রায় ৩ হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে।

গোবিনন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার অধিক সময় চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে গোবিনন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।